দর্শকশূন্য মাঠে মুখোমুখি মস্কো-বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মঙ্গলবার পাঁচবারের ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে সিএসকেএ মস্কো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 10:33 AM
Updated : 29 Sept 2014, 10:33 AM

এই ম্যাচে ফাঁকা থাকবে মস্কোর স্টেডিয়াম অ্যারেনা খিমকির গ্যালারি। গত ডিসেম্বরে চেক প্রজাতন্তের দল ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের সময় দর্শকদের বাজে আচরণের কারণে রাশিয়ার চ্যাম্পিয়নদের ফাঁকা মাঠে খেলার শাস্তি দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি।

এবারের আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইতালির দল রোমার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় মস্কো। তবে এবার অঘটন ঘটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা।

অন্যদিকে জার্মানির দল বায়ার্ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে।