ক্ষমা চাইলেন রুনি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে বহিস্কার হওয়ায় অনুতপ্ত ওয়েইন রুনি। সেজন্যে ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 10:06 AM
Updated : 29 Sept 2014, 10:06 AM

ওয়েস্ট হ্যামের স্টুয়ার্ট ডাউনিংকে করা সেই ফাউলের জন্য তিন ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন আর চেলসির বিপক্ষে খেলতে পারবেন না রুনি।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘আপিল’ করবেন না জানিয়ে লাল কার্ড প্রসঙ্গে রুনি বলেন, “সম্ভবত সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। অবশ্যই আমি (ক্ষমা) চেয়েছি।”

গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগের ম্যাচে ৬০ মিনিটের ঠিক আগে একটি প্রতি আক্রমণকে অঙ্কুরেই শেষ করে দিতে ফাউলটি করেন রুনি। বিষয়টিকে গুরুতর অন্যায় হিসেবে দেখেন রেফারি এবং সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেন।

রেফারির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন ইউনাইটেডের কোচ লুইস ফন গালও। ম্যাচ শেষেই সেটা জানান তিনি।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ওই ম্যাচে ৩০ মিনিট একজন খেলোয়াড় কম নিয়ে খেললেও শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জেতে ইংল্যান্ডের সফলতম দলটি।