একদালের হ্যাটট্রিকে ইন্টারের হার, মিলানের ড্র

ইতালির শীর্ষ লিগ সেরি আয় বড় অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। আলবিন একদালের দুর্দান্ত হ্যাটট্রিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা কালিয়ারির কাছে হেরে গেছে তারা। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 04:11 PM
Updated : 28 Sept 2014, 05:48 PM

রোববার ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে ইন্টার। লিগে এবারের মৌসুমে এটাই ইন্টারের প্রথম হার।

দশম মিনিটে ইতালির স্ট্রাইকার মার্কো সাউয়ের গোলে পিছিয়ে পড়লেও আট মিনিট পরেই সমতায় ফেরে ইন্টার। স্বাগতিকদের ম্যাচে ফেরানো গোলটি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার পাবলো দানিয়েল অসভালদো।

২৭তম মিনিটে জাপানের ডিফেন্ডার ইয়োতো নাগাতোমো দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার।

এর খানিক বাদেই ১৫ মিনিটের মধ্যে পর পর তিন গোল করে ইন্টারকে ম্যাচ থেকে ছিটকে দেন সুইডেনের মিডফিল্ডার একদাল। ২৯, ৩৪, ৪৪তম মিনিটে গোলগুলো করেন তিনি।

সেসেনার মাঠে ১-১ গোলে ড্র করে এসি মিলান। লিগের পাঁচ রাউন্ডে মিলানের এটা টানা দ্বিতীয় ড্র। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরেছিল তারা।

প্রতিপক্ষের মাঠে ইতালির স্ট্রাইকার দাভিদে সুচ্চির গোলে দশম মিনিটেই পিছিয়ে পড়ে মিলান। তবে নয় মিনিট পরই ডিফেন্ডার আদিল রামি মিলানকে ম্যাচে ফেরান।

৭৩তম মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার ক্রিস্তিয়ান সাপাতা সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিলান। তবে এক জন কম নিয়েও বড় কোনো অঘটন হতে দেয়নি তারা।