আবার পয়েন্ট হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। পিছিয়ে পড়েও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2014, 07:09 PM
Updated : 27 Sept 2014, 07:09 PM

শনিবার এমিরেটস স্টেডিয়ামে দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। টটেনহ্যামকে এগিয়ে নেয়া গোলটি করেন নাসের চাদলি। আর আর্সেনালকে সমতায় ফেরানো গোলটি করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

৫৬তম মিনিটে খেলার ধারার বিপরীতেই এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাথিউ ফ্লামিনি নিজেদের অর্ধে ক্রিস্টিয়ান এরিকসেনের কাছে বল হারান। তিনি বল বাড়ান এরিক লামেলাকে। আর্জেন্টিনার মিডফিল্ডারের চমৎকার পাস ডি বক্সে খুঁজে পায় চাদলিকে। তার শট এগিয়ে নেয় টটেনহ্যামকে।

পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক হয়ে উঠে আর্সেনাল। সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের।

৭৩তম মিনিটে লামেলা বিপদমুক্ত করতে গিয়ে উল্টো বল দিয়ে দেন মেসুত ওজিলকে। তার ক্রস থেকে আর্সেনালের এক পয়েন্ট নিশ্চিত করেন অক্সলেইড-চেম্বারলেইন।

জয় দিয়ে শুরু করলেও টানা তিন ম্যাচ ড্র করে আর্সেনাল। পঞ্চম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে বড় জয় পায় দলটি। এবার আবার পয়েন্ট হারাল তারা।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৮।