শেষ সময়ের ‘ঝড়ে’ চেন্নাইয়ের জয়

রবিন্দ্র জাদেজা আর মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ব্যাটিংয়ে পার্থ স্করচার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের দলটির ১৩ রানের জয়ে দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও আশিষ নেহরার অবদানও কম নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2014, 06:27 PM
Updated : 27 Sept 2014, 06:27 PM

শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করে চেন্নাই।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের দলটির শুরুটা মোটেও ভালো হয়নি। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া দলটির ত্রাতা জাদেজা-ধোনি। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ৮৬ রান যোগ করে চেন্নাই।

৪৪ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা জাদেজা। তার ২৮ বলের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। আর ধোনি মাত্র ১৬ বলে ৪টি ছক্কার সাহায্যে করেন ৩৫ রান।

জবাবে ৭ উইকেটে ১৪২ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার দল পার্থের ইনিংস।

সর্বোচ্চ ৩০ রান করেন নাথান কোল্টার-নাইল। এছাড়া অ্যাডাম ভোগস ২৭ ও অ্যাশটন টার্নার ২২ রান করেন।

২০ রানে ৩ উইকেট নিয়ে অশ্বিন চেন্নাইয়ের সেরা বোলার। নেহরা ২ উইকেট নেন ২৭ রানে।

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা চেন্নাই শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করেছে। আর আগের দুই ম্যাচে একটি জয় পাওয়া পার্থের বিদায় নিশ্চিত হয়ে গেছে।