ক্যামেরা চুরির অভিযোগে জাপানি সাঁতারু বহিষ্কার

ইনচন এশিয়ান গেমসের দল থেকে জাপান তাদের এক সাঁতারুকে বহিষ্কার করেছে। সাংবাদিকের ক্যামেরা চুরি করার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এশিয়ান গেমসে জাপান দলের প্রধান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2014, 10:47 AM
Updated : 27 Sept 2014, 11:53 AM

২০১০ সালের এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা জয়ী নাওইয়া তমিতার চুরি করার বিষয়টি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিকের ক্যামেরা তার নিজের ব্যাগে ভরতে দেখা যায়।

২৫ বছর বয়সী তমিতাকে দক্ষিণ কোরিয়া থেকে নিজের খরচায় জাপান ফিরতে হবে। এর জের এখানেই শেষ নয়। প্রায় সাড়ে সাত হাজার ডলার মূল্যের ক্যামেরাটি চুরি করার জন্য মামলারও মুখোমুখি হতে পারেন তমিতা।