ফিফা ফিফটিনে অসন্তোষ হ্যাজার্ড-নাসরিদের

এডেন হ্যাজার্ড খাটো, রিও ডি ফার্ডিনান্ডের স্কিল ঠিক নেই, সামির নাসরির গতি কম-নতুন ফিফা ফিফটিন গেমটি নিয়ে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের অভিযোগের অন্ত নেই। গেমটিতে তাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন হ্যাজার্ড, ফার্ডিনান্ড, নাসরিরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2014, 10:36 AM
Updated : 27 Sept 2014, 10:36 AM

সবচেয়ে বেশি অসন্তোষ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডিফেন্ডার ফার্ডিনান্ডের। ইংল্যান্ডের এই ডিফেন্ডারের গেমটি দেখে মনে হয়েছে, তার দক্ষতা আর গতির ঘাটতি আছে সেখানে।

“এটা তামাশা! আমি গত বছর এ নিয়ে টুইট করেছিলাম। আমি গতিশীল পুরুষ! অথবা আমি ছিলাম, আমি গতিশীল ছিলাম...।”

চেলসির ফরোয়ার্ড হ্যাজার্ডের অভিযোগ তার উচ্চতা আর দক্ষতা নিয়ে।

“আমি একটু বেশি খাটো (গেমে)। আমাকে আরও ৩ থেকে ৫ সেন্টিমিটার লম্বা করতে হবে।”

ম্যানচেস্টার সিটির উইঙ্গার নাসরি বলেন, “গেমে আমার গতি নিয়ে আমি সন্তুষ্ট নই। বিশেষ করে আমি উইংয়ে খেলি। গেমের গতির চেয়ে আমি আরেকটু গতিময়। আমার রেটিং ৮১ বা ৮২ (১০০-এর মধ্যে)। এটা পর্যাপ্ত নয়।”

এর বাইরেও প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে অনেকের অনেক অভিযোগ আছে গেমটি নিয়ে। এদের মধ্যে কেউ আবার তাদের চুলের স্টাইল নিয়ে সন্তুষ্ট নন।

খেলোয়াড়দের ইএ স্পোর্টসের জনপ্রিয় এই গেম নিয়ে একটু বেশি ভাবার কথাই। কারণ গেমের রেটিং আর গেমে খেলোয়াড়দের পারফরম্যান্স ক্লাবগুলোর ড্রেসিংরুমে আলোচনার একটা রসদ। এগুলো নিয়ে সতীর্থদের সঙ্গে বেশ ঠাট্টা-তামাশাও করা হয়।