উরুগুয়ে দলে সুয়ারেস

আগামী মাসেই উরুগুয়ের হয়ে মাঠে নামতে পারেন ফিফার দেয়া নিষেধাজ্ঞা কাটাতে থাকা লুইস সুয়ারেস। সৌদি আরব আর ওমানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে রেখেছেন দেশটির কোচ অস্কার তাবারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2014, 08:03 AM
Updated : 26 Sept 2014, 08:03 AM

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। এর জন্য ফিফা তাকে সবধরণের ফুটবলে ৪ মাস আর আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করার পর সুয়ারেসের শাস্তি কিছুটা শিথিল হয়। তার নতুন ক্লাব বার্সেলোনার সঙ্গে অনুশীলনের অনুমতির সঙ্গে অনানুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ দেয় তারা।

এরপর বার্সেলোনার হয়ে অনানুষ্ঠানিক ম্যাচ খেলেন সুয়ারেস। গত বুধবার খেলেন বার্সেলোনা 'বি' দলের হয়ে। সেই ম্যাচে দুটি গোলও করেন তিনি।
এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উরুগুয়ের প্রীতি ম্যাচের দলে রাখা হয়নি লিভারপুলের সাবেক স্ট্রাইকারকে।
এবার আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দলে সুযোগ পাওয়ায় বিশ্বকাপের পর আবার উরুগয়ের জার্সিতে দেখা যেতে পারে সুয়ারেসকে। অনেকেই ধারণা করছেন, আগামী সপ্তাহে তাবারেস দলটিকে ছোট করার সময়ও তাকে রাখবেন।