মেসিকে গলাধাক্কা!

লিওনেল মেসির গলা চেপে ধরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েও লালকার্ড দেখা থেকে রেহাই পেয়েছেন মালাগার ডিফেন্ডার ওয়েলিংটন অলিভেইরা।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2014, 01:57 PM
Updated : 25 Sept 2014, 02:09 PM

বুধবার রাতের মালাগা-বার্সেলোনা ম্যাচের তখন প্রায় দশ মিনিট বাকি। বার্সেলোনা তারকা মেসি ডান প্রান্ত দিয়ে মালাগার জালে আক্রমণে যাচ্ছিলেন।

মেসিকে আটকাতে এগিয়ে এলো মালাগার তিন ডিফেন্ডার। তাদের সঙ্গে পেরে উঠলেন না টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার; বল হারালেন। এর পরই দেখা গেল তিনি মাটিতে পড়ে আছেন।

টিভি রিপ্লেতে দেখা গেল মেসি আর ওয়েলিংটন পাশাপাশি হেটে চলার সময় হঠাৎ বার্সেলোনা তারকার খুতনি ও গলার অংশ চেপে ধরলেন মালাগার ডিফেন্ডার এবং মেসিকে এক ঝটকায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন।

কি কারণে মেজাজ হারিয়ে ওয়েলিংটন ওই কাণ্ড করলেন, তা তিনিই ভালো জানেন। তবে ব্রাজিলের এই ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের দাবি, পাশ দিয়ে যাওয়ার সময় মেসি নাকি তাকে কটু কথা শুনিয়েছিলেন!

এ ঘটনার পর দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে রেফারি হলুদ কার্ড দেখান বার্সেলোনা জেরার্দ পিকেকে। আর ওয়েলিংটনও হলুদ কার্ড দেখে পার পেয়ে যান।