শাস্তি কমলো মারুফুলের

বাফুফের ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙার দায়ে নিষিদ্ধ হওয়া কোচ মারুফুল হকের শাস্তি কমেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 06:02 PM
Updated : 23 Sept 2014, 06:02 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিসিপ্লিনারি কমিটির সভায় মারুফুলের শাস্তি এক বছর থেকে ৬ মাসে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও ৩০ হাজার টাকার জরিমানা মাফ করা হয়েছে।

শেখ রাসেলের এই সাবেক কোচের আপিলের পর এই শাস্তি কমানো হয়েছে।

বাফুফের এ সিদ্ধান্তের ফলে আগামী ২৪ ফেব্রুয়ারির পর ফুটবল সংশ্লিষ্ট কাজে অংশ নিতে পারবেন মারুফুল।

গত ২৪ অগাস্ট বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় শেখ রাসেলের তখনকার কোচ মারুফুলকে ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙার দায়ে ১ বছরের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাফুফের অভিযোগ ছিল, শেখ রাসেলের কোচ থাকার সময় লিগ কমিটির সদস্যদের পদত্যাগ চেয়েছিলেন মারুফুল। এছাড়া ব্রাজিল বিশ্বকাপ চলার সময় ফেডারেশনের সমালোচনা করে তার বলা কথাগুলো বাফুফের আচরণবিধির লঙ্ঘন করে।

বাফুফের শাস্তির বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর ফুটবল ফেডারেশনের মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন আপিল কমিটির বরাবর আপিল করেন মারুফুল।