হকিতে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

টানা দুই ম্যাচ হারের পর এশিয়ান গেমসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে নাভিদ আলমের ছাত্ররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 09:07 AM
Updated : 23 Sept 2014, 09:07 AM

এই জয়ে ‘এ’ গ্রুপের টেবিলে ৩ পয়েন্ট নিয়ে ৫ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। শনিবার স্বাগতিক দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবেন চয়ন-মিমোরা।

সিওনহাক স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন মো. খোরশেদুর রহমান ও পুস্কর খীসা মিমো। সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমানো গোলটি পান রু ই তান।

২২তম মিনিটে পুস্কর খীসা মিমোর নিখুঁত হিটে ফিল্ড গোল তুলে নেয় বাংলাদেশ। দলকে দ্বিতীয় কোয়ার্টারেই পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন খোরশেদ।

চতুর্থ কোয়ার্টারে তানের গোলে ব্যবধান কমায় সিঙ্গাপুর। তবে শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ। ২০১২ সালের এএইচএফ কাপ, বিশ্ব হকি লিগ ও এশিয়ান গেমসের বাছাইয়ে সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।