শুটিংয়ে সাফল্য আসেনি

এশিয়ান গেমসের শুটিংয়ে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হয়েছেন শুটাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 07:30 AM
Updated : 23 Sept 2014, 07:42 AM

দক্ষিণ কোরিয়ান ইনচনে অঙ্গনিওন ইন্টারন্যাশনাল শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলে ছেলেদের দলগত ইভেন্টে ১৫টি দেশের মধ্যে ১০ম হয়েছে বাংলাদেশ। আবদুল্লাহ হেল বাকি (৬১৯.৬), জসিমউদ্দিন (৬১৩.৮) ও মাহমুদুল হাসান (৬০৬.৯) ১ হাজার ৮৩৯.৯ পয়েন্ট তোলেন।

১ হাজার ৮৮৬.৪ পয়েন্ট নিয়ে এই ইভেন্টের সোনা জিতেছে চীন।

ব্যক্তিগত পর্যায়ে ৫৩ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের বাকি ১৫তম, জসিমউদ্দিন ৩২তম ও মাহমুদুল ৪৫তম হন।

গ্লাসগোয় ১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতেছিলেন বাকি।

আগের দিন ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের দলগত ইভেন্টে বাংলাদেশ ১৫টি দলের মধ্যে দশম হয়। ব্যক্তিগত স্কোরে বাংলাদেশের তিন শুটার শারমিন আকতার ৩১তম, সৈয়দা সাদিয়া সুলতানা ৩৪তম ও শারমিন আকতার রত্না ৩৭তম হন।