বিশ্রাম নেই রোনালদোর

১২ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। তবে এত বেশি ব্যস্ততার পরও দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে কোনো ম্যাচে বিশ্রাম দেয়ার কথা ভাবছেন না দলের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 05:10 PM
Updated : 22 Sept 2014, 05:10 PM

এলচের বিপক্ষে ম্যাচের আগে সোমবার আনচেলত্তি বলেন, “ক্রিস্তিয়ানোর বিশ্রাম দরকার নেই। তাকে আমাদের প্রয়োজন কারণ, সে তার সেরা সময়ে আছে।”

মঙ্গলবার এলচের বিপক্ষে খেলবে লা লিগার সফলতম দলটি। আর আগামী শনিবার লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে খেলবে রিয়াল।

আগামী ১ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লুদোগোরেতসের মাঠে খেলবে শিরোপাধারী রিয়াল। চারদিন পর লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে ইউরোপের সফলতম দলটি।

গত শনিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। লা লিগায় এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন রোনালদো।

মৌসুমের শুরু থেকে ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন পর্তুগিজ এই তারকা। গত মৌসুমের শেষ দিকে চোটের কারণে অনেকগুলো ম্যাচ না খেলা রোনালদোকে নিয়ে তাই দুশ্চিন্তাও আছে কারো কারো।

প্রথম চার ম্যাচের দুটিতে হেরে এমনিতেই পয়েন্ট তালিকার সাত নম্বরে নেমে গেছে রিয়াল। নতুন কোনো অঘটন এড়াতে তাই গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে বড় বেশি প্রয়োজন রিয়ালের।