নেইমারকে নিয়ে অনিশ্চয়তা

চোট পেয়েছেন বার্সেলোনার তারকা নেইমার। অনিশ্চয়তা আছে ইভান রাকিতিচকে ঘিরেও। তাই মালাগার বিপক্ষে ওই দুজনকে ছাড়াই খেলতে হতে পারে বলে জানিয়েছে লিগের প্রথম চার ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 03:37 PM
Updated : 22 Sept 2014, 03:37 PM

মালাগার মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় হবে ম্যাচটি।

সোমবার নিজেদের ওয়েবসাইটে নেইমার ও রাকিতিচের চোটের বিষয়ে জানায় এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা। অবশ্য তাদের অবস্থা খুব একটা গুরুতর নয় বলেও বিবৃতিতে জানায় ক্লাবটি।

লেভান্তের বিপক্ষে গত রোববার ৫-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে গোঁড়ালির গাটে চোট পান ব্রাজিলের তারকা নেইমার। আর ব্যথা পেয়ে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচের পায়ে কালশিটে পড়েছে। দুই জনেরই চিকিৎসা চলছে বলে জানায় স্পেনের অন্যতম সফল দলটি।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, দলের সঙ্গে তারা অনুশীলনে ফিরলেই বোঝা যাবে কবে নাগাদ তারা ম্যাচে ফিরতে পারবেন।

মালাগার পর আগামী শনিবার গ্রানাদার বিপক্ষে লিগের পরের ম্যাচ খেলবে বার্সেলোনা। তার তিন দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজির বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা।