'ভয়ংকর' রিয়ালের সামনে এলচে

তারকাখচিত রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর হতে পারে, দুই দিন আগে তার প্রমাণ পেয়েছে দেপোর্তিভো লা করুনা। জেগে ওঠা রিয়ালের সামনে এবার পড়তে যাচ্ছে গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো এলচে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 02:16 PM
Updated : 22 Sept 2014, 02:16 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে এলচেকে আতিথ্য দেবে ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলরা।

গত মাসের শেষ দিকে লিগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হারের পর তৃতীয় রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের কাছেও হেরে সমালোচনার মুখে পড়ে রিয়াল। সমর্থকদের ক্ষোভের মূলে ছিলেন গোলরক্ষক ইকের কাসিয়াস।

পরে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সুইজারল্যান্ডের বাসেলকে ৫-১ গোলে হারানোর পর দল হিসেবে রিয়ালের সমালোচনা কমলেও কাসিয়াসের প্রতি সমালোচকের বিরক্তিটা কমেনি।

এমনকি গত শনিবার দেপোর্তিভোর বিপক্ষে ৮-২ ব্যবধানে জয়ের পরও অধিনায়কের প্রতি আস্থা ফেরেনি সমালোচকদের। তবে কাসিয়াসের উপর কোচ কার্লো আনচেলত্তির আস্থা ঠিকই আছে। এলচের বিপক্ষে গোলরক্ষক বদলের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। রিয়াল শিবিরে চোট নিয়ে কোনো শঙ্কাও নেই।

দলের সবচেয়ে বড় তারকা রোনালদো ছাড়া বেল ও হামেস রদ্রিগেসরাও ভালো ফর্মে আছেন। এ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাও পর্তুগিজ তারকা রোনালদো, তিন ম্যাচ খেলে পাঁচ গোল করেন তিনি। সবকটি ম্যাচ খেলা বেলের গোল তিনটি।

বর্তমান ইউরোপ সেরা রিয়ালের বিপক্ষে এলচের ইতিহাসও ভালো নয়। রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে এ পর্যন্ত মাত্র আটটি গোল করেছে এলচে। আর বের্নাবেউয়ে শেষবারের মতো এলচে পয়েন্ট পায় সেই ১৯৭৫-৭৬ মৌসুমে।

লিগের শেষ ম্যাচের পারফরম্যান্সও এলচের জন্য হতাশার। গত শুক্রবার নবাগত এইবারের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।