'ছোট দল' চেলসির সমালোচনায় পেল্লেগ্রিনি

চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি প্রতিপক্ষের রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা করেছেন। তার মতে, স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি 'ছোট দলের' মতো আচরণ করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 01:34 PM
Updated : 22 Sept 2014, 01:34 PM

নিজেদের মাঠে রোববার দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে সিটি। তবে পিছিয়ে পড়ার আগে চেলসির রক্ষণ ভাঙার অনেক চেষ্টা করেও সফল হয়নি পেল্লেগ্রিনির দল। পরে অবশ্য চেলসিরই সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচ শেষে জোসে মরিনিয়োর দলের সমালোচনা করতে গিয়ে পেল্লেগ্রিনি বলেন, "আমি মনে করি, আমরা ৯০ মিনিট সবসময় রক্ষণ করার চেষ্টা এমন একটি ছোট দলের সঙ্গে খেলেছি।"

"এভাবে খেলে আমি খুশি না। দশজন খেলোয়াড় তাদের নিজেদের অর্ধে রক্ষণ করেছে, প্রতি আক্রমণ থেকে একটি গোল করে তারা এবং এরপর শেষ পর্যন্ত তারা রক্ষণ সামলানো চালিয়ে যায়।"