রেফারি নয়, খেলোয়াড়দেরই দুষলেন ফন গাল

লেস্টার সিটির কাছে লজ্জাজনক হারের দায় লুইস ফন গাল তার দলের খেলোয়াড়দের ওপরই চাপালেন। বিতর্কিত পেনাল্টির প্রসঙ্গ ওঠার পরও রেফারির সমালোচনা করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 12:00 PM
Updated : 22 Sept 2014, 12:21 PM

লেস্টার সিটির মাঠে রোববার ম্যাচের প্রথম ৬০ মিনিট ৩-১ গোলে এগিয়ে ছিল ইউনাইটেড। পরের ৩০ মিনিটেই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। চার চারটি গোল খেয়ে বসে 'রেড ডেভিলস' নামে পরিচিত দলটি। ৫-৩ গোলে হারে তারা।

ম্যাচ শেষে ফন গাল বলেন, "এটা ভালো নয়, কারণ ম্যাচটি আমাদের পকেটে ছিল এবং এটা বিলিয়ে দিয়ে এলাম।"

লেস্টারের ৫ গোলের দুটিই পেনাল্টি থেকে হয়েছে। প্রথম পেনাল্টিটিকে অনেকেই বিতর্কিত বলছেন। তবে এ নিয়ে রেফারিকে দুষতে রাজি নন ফন গাল। তিনি বরং তার রক্ষণকেই দায় দিলেন।

"তুমি জান যে, পেনাল্টি বক্সের মধ্যেই আছো এবং চ্যালেঞ্জ জানালে রেফারিকে বাশি বাজানোর সুযোগ পাবে। আমি জানি না এটা পেনাল্টি ছিল কিনা, তবে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। কারণ দল হিসেবে আমরা অনেক ভুল করেছি।"