'স্পেশাল' মেসিকে এনরিকের 'স্যালুট'

বার্সেলোনার একেকটা ম্যাচ যাবে, আর মেসি-বন্দনা চলবে - এটা যেন নিয়মে পরিণত হয়েছে। লেভান্তের বিপক্ষে ম্যাচের পরও তাই হলো। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের প্রশংসা করতে গিয়ে মেসিকে 'স্পেশাল' বললেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 08:12 AM
Updated : 22 Sept 2014, 08:15 AM

মেসিকে বিশেষ কিছু না বলে উপায় নেই। রোববার লেভান্তের মাঠে বার্সেলোনার ৫-০ গোলের জয়টি সত্যিই মেসিময়। তিনি নিজে একটি গোল করেন, সতীর্থদের দিয়ে করান দুটি।

প্রথমার্ধে মেসি পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করলেও ম্যাচ শেষে তারই প্রশংসা করতে হলো এনরিকেকে।

“আরেকবার আমরা একজন খুব বিশেষ আর অনন্য একজন খেলোয়াড় নিয়ে কথা বলছি।”

গোল করানোয় মেসির সহযোগিতার ফল এদিন নেইমারও পান। মেসির অসাধারণ এক পাস থেকেই গোল করেন ব্রাজিলের এই তারকা। নেইমারের বদলি হিসেবে নামা সান্দ্রো রামিরেসও গোল করেন মেসির সহায়তায়।

আর নেইমারের সঙ্গে মেসির জুটিটা জমে উঠছে বলেও খুশি বার্সেলোনার কোচ।