হংকং পরীক্ষার সামনে বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন নিয়ে সোমবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 04:33 PM
Updated : 21 Sept 2014, 04:33 PM

‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলেই কেবল দ্বিতীয় পর্বের টিকেট পাবে বাংলাদেশ।

জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ।

“হংকংকে হারিয়ে পরের রাউন্ডে উঠতে ছেলেরা শতভাগ দিয়ে খেলবে।”

হংকংকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠার স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও।

“আগামীকাল জিততে পারলে আমাদের স্বপ্ন পূরণ হবে। জয়ের জন্য আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।”

দ্বিতীয় ম্যাচে রক্ষণের দুর্বলতায় উজবেকিস্তানের কাছে তিনটি গোল খায় বাংলাদেশ। তবে সতীর্থদের প্রতি আস্থা হারাচ্ছেন না অধিনায়ক মামুনুল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে জিতলেও পরের ম্যাচে উজবিকস্তানের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। এ কারণে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণটা কঠিন হয়ে যায় মামুনুলদের জন্য।

গ্রুপে ৪ পয়েন্টে নিয়ে সবার ওপরে আছে উজবিকস্তান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় হংকং আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩।