বার্সেলোনার পথে মেসির ভাতিজা?

বার্সেলোনায় আসার পথে আছে লিওনেল মেসির উত্তরসূরি। সে আর্জেন্টিনা অধিনায়কের রক্তের সম্পর্কেরই একজন; তার ভাইয়ের ছেলে অগাস্তিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 02:25 PM
Updated : 21 Sept 2014, 02:25 PM

স্পেনের গণমাধ্যমগুলো জানায়, আর্জেন্টিনা তারকার বড় ভাই রদ্রিগোর ৬ বছর বয়সী ছেলে অগাস্তিন নাম লিখিয়েছেন ফুটবল স্কুল এফসিবি এস্কোলায়। এই ক্লাব থেকে বার্সেলোনার মূল দলে খেলোয়াড়দের ঠাঁই পাওয়ার নজির আছে।

বার্সেলোনার ফুটবল বিদ্যালয় এস্কোলায় সম্প্রতি অনুশীলন শুরু করেন অগাস্তিন। এই বিদ্যালয়ে ৬ থেকে ১২ বছর বয়সী ফুটবলাররা একই সঙ্গে পড়াশোনা আর ফুটবল খেলা চালিয়ে যায়।

সম্প্রতি বার্সেলোনার মূল দলে খেলা শুরু করা সের্হি সাম্পের এই স্কুল থেকেই উঠে আসা। এর আগে খেলা মার্তি রিভেরোলাও এই স্কুল থেকে আসা।

একদিন হয়ত অগাস্তিনও এফসিবি এস্কোলা থেকে বার্সেলোনায় আসবেন। আর বার্সেলোনায় ১০ নম্বর জার্সিটাও পরতে পারলে যোগ্য উত্তরসূরিই পাবেন মেসি।