মেসিকে নিয়ে অনিশ্চয়তা

লেভান্তের বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচে নাও খেলতে পারেন লিওনেল মেসি। বার্সেলোনার কোচ লুইস এনরিকে এই তারকা ফরোয়ার্ডকে বিশ্রাম দেয়ার কথা ভাবছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 10:22 AM
Updated : 21 Sept 2014, 10:22 AM

লিগে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে লেভান্তের মাঠে রোববার খেলতে নামবে বার্সেলোনা। এই ম্যাচের জন্য বার্সেলোনার খেলোয়াড়দের তালিকায় মেসির নামও আছে। তবে তাকে মাঠে নাও নামাতে পারেন এনরিকে। পয়েন্ট তালিকার সবচেয়ে নীচের দল লেভান্তের বিপক্ষে ম্যাচেই মেসিকে বিশ্রাম দেয়াকে ভালো সুযোগ বলে মনে করেন তিনি।

“অন্য সব দলের মতোই মেসিকে ছাড়া নামলে আমাদের খেলায় তার প্রভাব ফেলতে পারে। সে পারলে প্রতি মিনিট খেলতো, কিন্তু আমি বুঝি এটা কঠিন।”

এ মৌসুমে বার্সেলোনা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ৪টি। সবকটি ম্যাচেই পুরো সময় খেলেন মেসি। স্পেনের লা লিগায় ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট পাওয়া বার্সেলোনা এখনো গোল হজম করেনি।

লা লিগায় ৩ ম্যাচে ৬ গোল বার্সেলোনার, এর মধ্যে দুটিই করেন মেসি। অন্যদের গোলেও অবদান আছে তার।

মেসিকে ছাড়া যেকোনো দলের বিপক্ষে খেলতেই সমস্যা হতে পারে বার্সেলোনার। তবে সেটা মানিয়ে নিতে পারবেন বলেই জানান এনরিকে।

“যতটা সম্ভব আমি এটা সামলে নেব, কিন্তু সবসময়ই দলের ভালোটা ভাবতে হয়। মৌসুম জুড়ে আমার সব খেলোয়াড়কেই লাগবে।”