‘ফেনোমেনন’ রোনালদো

লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ; গোল করেই যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কার্লো আনচেলত্তির চোখে পর্তুগালের অধিনায়ক এক কথায় ‘ফেনোমেনন’। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করার পর দলের সেরা তারকাকে এই বিশেষণ দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 09:31 AM
Updated : 21 Sept 2014, 09:31 AM

দেপোর্তিভোর মাঠে শনিবার রিয়াল মাদ্রিদের ৮-২ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করেন রোনালদো।

ম্যাচ শেষে রোনালদোকে প্রশংসায় ভাসান আনচেলত্তি, “আমাদের দলে রোনালদোর মতো একজন ফেনোমেনন আছে।”

লা লিগায় এ মৌসুমে ৩টি ম্যাচ খেলেন রোনালদো। দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিক নিয়ে এই ৩ ম্যাচে তার গোল ৫টি। চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের বিপক্ষে রিয়ালের গোলবন্যার ম্যাচেও স্কোরশিটে নাম লেখান তিনি। সব মিলিয়ে এ মৌসুমে রিয়ালের হয়ে ৭ ম্যাচ খেলে ৮ গোল তার।

দেপোর্তিভোর বিপক্ষে ২৯তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেয়া গোলটি করেন তিনি। আলভারো আরবেলোয়ার ক্রসে দারুণ এক হেড করে দেপোর্তিভোর জাল খুঁজে নেন পর্তুগালের এই তারকা।

৪১তম মিনিটে দেপোর্তিভোর গোলরক্ষকের ভুলে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।

৭৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। রদ্রিগেসের পাস থেকে নির্ভুল নিশানায় বল পাঠিয়ে ক্যারিয়ারের ২৭তম হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার। আর রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার ২৩তম হ্যাটট্রিক।