আবারো পয়েন্ট হারাল আতলেতিকো

প্রবল শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারানোর পরও লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হয়নি আতলেতিকো মাদ্রিদের। চার ম্যাচে ৪ পয়েন্ট হারিয়ে নিজেদের কাজটা শুরুতেই কঠিন করে তুলছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 08:21 PM
Updated : 20 Sept 2014, 08:21 PM

রায়ো ভায়েকানোর সঙ্গে গোল শূন্য ড্র দিয়ে লিগ শুরু করে আতলেতিকো। পরের দুই ম্যাচে এইবার আর রিয়ালকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি।

শনিবার ঘরের মাঠে সেলতা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে আবার পয়েন্ট হারিয়েছে আতলেতিকো।

ভিসেন্তে কালদেরনে ১৯তম মিনিটে এগিয়ে যায় সেলতা। আর্জেন্টিনায় জন্ম নেয়া চিলির মিডফিল্ডার পাবলো এর্নানদেসের ফ্লিক জালে জড়ালে নীরবতা নেমে আসে স্টেডিয়ামে।

সমতা ফেরাতে বেশি সময় নেয়নি আতলেতিকো। ৩১তম মিনিটে কোকের ফ্রি-কিক থেকে মিরান্দার ভলি অতিথিদের জাল খুঁজে পায়।

১০ মিনিট পর দিয়েগো গদিনের গোলে এগিয়েও যায় আতলেতিকো। গ্যাব্রির কর্নার থেকে গদিনের হেড লক্ষ্যে পৌঁছলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে।

৫৩তম মিনিটে নলিতোর সফল পেনাল্টিতে সমতা ফেরায় সেলতা। মিরান্দা প্লানাসকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।

তিন পয়েন্টের মরিয়া স্বাগতিকরা সেলতার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। কিন্তু অতিথিদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি আতলেতিকোর খেলোয়াড়দের।