সুখস্মৃতি নিয়ে লেভান্তের মাঠে যাচ্ছে বার্সেলোনা

নতুন মৌসুমের দুর্দান্ত শুরুটা ধরে রাখার লক্ষ্য নিয়েই লেভান্তের মাঠে নামবে বার্সেলোনা। স্পেনের লা লিগার ম্যাচটির আগে ক্যাম্প নউ শিবিরে সুখস্মৃতির রোমন্থন চলছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 09:10 AM
Updated : 20 Sept 2014, 09:11 AM

রোববার লেভান্তের মাঠে লিওনেল মেসি আর নেইমাররা খেলতে নামার আগে বার্সেলোনার সমর্থকদের নিশ্চয়ই মনে পড়বে ২০০৪-০৫ ও ২০১০-১১ মৌসুমের স্মৃতি। এই মাঠে লেভান্তের বিপক্ষে ম্যাচের পরই যে ওই দুই মৌসুমে লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছিল তাদের।

প্রতিপক্ষ যখন লেভান্তে, পরিসংখ্যানও তখন বার্সেলোনার পক্ষে - দলটির বিপক্ষে ১৯৬৪-৬৫ মৌসুম থেকে কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা।

এ মৌসুমেও লেভান্তের অবস্থা ভালো নয়। লিগে প্রথম তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট তাদের। পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল তারা।

এরপরও অবশ্য নিজেদের মাঠে অঘটন ঘটানোর কথা ভাবছেন দলটির কোচ হোসে লুইস মেন্দিলিবার।
“আমি বিশ্বাস করি, তাদের কাজটা আমরা কঠিন করে দিতে যাচ্ছি। আমরা জিততে চাই। আমি জিততে চাই এবং খেলোয়াড়রা স্বচ্ছন্দ বোধ করছে।”
বার্সেলোনার অবশ্য এতে ভয় পাওয়ার কথা নয়। লিগে নিজেদের প্রথম তিনটি ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৬ বার বল পাঠায় লুইস এনরিকের দল। আর নিজেদের পোস্টে একবারও বল যায়নি তাদের।
সব মিলিয়ে বার্সেলোনার খেলোয়াড়রা লেভান্তে ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর।