শুটিংয়ে বাংলাদেশের হতাশার দিন

এশিয়ান গেমেসের শুটিংয়ে হতাশায় ভরা একটা দিন পার করেছে বাংলাদেশ। শনিবার দলীয় ও ব্যক্তিগত কোনো ইভেন্টেই প্রত্যাশিত সাফল্য পাননি বাংলাদেশের শুটাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 08:21 AM
Updated : 20 Sept 2014, 08:21 AM

অঙ্গনিওন ইন্টারন্যাশনাল শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের দলগত ইভেন্টে বাংলাদেশ ১৪টি দলের মধ্যে ১২তম হয়েছে। ১ হাজার ১৪৬ পয়েন্ট নিয়ে এই ইভেন্টের সোনা জিতেছে চীনের মেয়েরা। চাইনিজ তাইপে রূপা ও মঙ্গোলিয়া ব্রোঞ্জ পেয়েছে।

মেয়েদের দলগত পর্যায়ে বাংলাদেশের তিন শুটার আরমিন আশা (৩৬৯), আরদিনা ফেরদৌস (৩৬৫) ও সিনথিয়া নাজনিন টুম্পা (৩৬২) মিলে ১ হাজার ৯৬ পয়েন্ট তোলেন।

ব্যক্তিগত স্কোরে আশা হন ৩৩তম। ফেরদৌস ৪০তম ও টুম্পা ৪১তম স্থান পান।

এছাড়া পুরুষদের ট্র্যাপ শুটিংয়ের প্রথম দিন শেষে বাংলাদেশের কায়সার মিয়া ৪৬ জনের মধ্যে ৪৫তম অবস্থানে আছেন।