জয়ে শুরু চায় শেখ রাসেল

জয় দিয়ে এএফসি প্রেসিডেন্টস কাপের মূল পর্ব শুরু করতে চায় শেখ রাসেল। শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ইরচিম এফসির মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 06:28 PM
Updated : 19 Sept 2014, 06:28 PM
ইরচিম এফসি মঙ্গোলিয়ার ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না শেখ রাসেল কোচ জাকারিয়া বাবু। এই আসরের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের শুরুটা ইরচিমকে হারিয়ে করতে চান তিনি।
শুক্রবার অনুশীলনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলা এবং জয় দিয়ে আসর শুরু করা। প্রতিপক্ষ কে বা কারা তা নিয়ে শেখ রাসেল মোটেও চিন্তিত নয়।”
বাছাইপর্বে নিজেদের গ্রুপে সেরা হয়ে এএফসি প্রেসিডেন্ট কাপের মূল পর্বে উঠেছে শেখ রাসেল। এ কারণেই প্রতিপক্ষের কাছে থেকে সমীহ পাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়া দলটি।
দুই গ্রুপে ভাগ হয়ে মূল পর্বে অংশ নিচ্ছে মোট ৬ দল। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ২৬ তারিখের ফাইনালে মুখোমুখি হবে।