সান সিরোতে ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬ সালের ফাইনাল ম্যাচটি হবে ইতালির মিলান শহরে। এই শহরের দুই ক্লাবের অংশীদারিত্বের মাঠ সান সিরোতে ফাইনাল হওয়ার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 08:51 AM
Updated : 19 Sept 2014, 08:51 AM

সান সিরোতে এটি হবে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের চতুর্থ ফাইনাল।

সান সিরোতে সর্বশেষ ফাইনালে ২০০১ সালে ভালেন্সিয়াকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় ছিল।

১৯৬৫ সালে ইন্টার মিলান আর বেনফিকার ফাইনালও আয়োজন করেছিল সান সিরো। সেবার বেনফিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান।

১৯৭০ সালের ফেইনুর্দ-সেল্টিকের ফাইনালটিও আয়োজন করেছিল সান সিরো।

নিজেদের মাঠে এখনো ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনাল খেলা হয়নি এসি মিলানের।