ঢুসের দণ্ড পেলেন ব্রাজিলের স্ট্রাইকার

অপকর্মের জন্য শাস্তি পেলেন ব্রাজিলের খেলোয়াড় ব্রানদাও। পিএসজির চিয়াগো মোত্তাকে ঢুস মারার দায়ে বাস্তিয়ার এই স্ট্রাইকারকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে লিগ ওয়ানের ডিসিপ্লিনারি কমিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 08:05 AM
Updated : 19 Sept 2014, 07:27 PM

ফ্রান্সের লিগ ওয়ানের একটি ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে বাস্তিয়া হেরে যাওয়ার পর ড্রেসিংরুমের করিডরে ঢুস মারার কাণ্ড ঘটান ব্রানদাও। তখনই তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করে লিগ কমিটি।

পরে কমিটি জানিয়েছিল, এই শাস্তি শেষ হলে ব্রানদাওয়ের শুনানি হবে। অবশেষে বৃহস্পতিবার তার সেই শুনানি শেষে লম্বা সময়ের নিষেধাজ্ঞার কথা জানায় কমিটি।

"ব্রানদাও আবার খেলতে পারবেন ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি।"

ঘটনাটির ভিডিও ফুটেজ দেখে কমিটি সিদ্ধান্তে আসে কোনোরকম উস্কানি ছাড়াই এই কাজ করেন ব্রানদাও।

অলিম্পিক মার্শেইয়ের সাবেক স্ট্রাইকারের জন্য এমন কাণ্ড অবশ্য নতুন নয়। মার্শেইয়ে খেলার সময় পিএসজির আরেক খেলোয়াড় ইয়োহান কাবাইকে কনুই দিয়ে গুঁতো মেরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ব্রানদাও।