উজবেকিস্তানের কাছে হেরে স্বপ্ন কঠিন বাংলাদেশের

এশিয়ান গেমসে শক্তিশালী উজবেকিস্তানের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে পড়লো বাংলাদেশের। মধ্য এশিয়ার দেশটির কাছে ৩-০ গোলে হেরেছে লোডভিক ডি ক্রুইফের ছাত্ররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 01:37 PM
Updated : 18 Sept 2014, 02:43 PM

কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

দক্ষিণ কোরিয়ার ইনচনে বৃহস্পতিবার ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে উজবেকিস্তানকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন শোদিয়েভ ভোখিদ। ১৪ ও ২০তম মিনিটে গোলরক্ষক মো. মাহমুদ রাসেলকে পরাস্ত করেন উজবেকিস্তানের এই মিডফিল্ডার।

৩৩তম মিনিটেই ব্যবধান বাড়ায় উজবেকিস্তান। রাশিদোভ সারদোরের গোলে স্কোরলাইন হয় ৩-০।

তবে দ্বিতীয়ার্ধে আর গোল খায়নি বাংলাদেশ। কোনো গোলও পায়নি মামুনুলরা।

২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমসের গত আসরের গ্রুপ পর্বেও উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

'বি' গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে হারায় হংকং।

দ্বিতীয় ম্যাচের এই পরাজয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল। 'বি' গ্রুপে ১টি জয় ও ১টি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উজবেকিস্তান। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে হংকং। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে যায় আফগানিস্তান। টানা দুই ম্যাচ হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজল তাদের।