অদল-বদলের নীতিতে অটল বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কষ্টের জয়ের পর খেলোয়াড় অদলবদলের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 11:49 AM
Updated : 18 Sept 2014, 02:42 PM

বুধবার নিজেদের মাঠ ক্যাম্প নউতে আপোয়েলের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করে স্পেনের ক্লাব বার্সেলোনা।

স্পেনের লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশে খেলা ৯ জনকে বেঞ্চে বসিয়ে আপোয়েলের বিপক্ষে নামে বার্সেলোনা। ম্যাচটি কষ্ট করে জিততে হলো বলেই হয়ত খেলোয়াড় অদলবদল নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয় এনরিকেকে।

আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকা মেসি আর মুনিরই কেবল আপোয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে ছিলেন।

ম্যাচ শেষে এই অদলবদল প্রসঙ্গে বলতে গিয়ে এনরিকে সবময়ই বিকল্প তৈরি রাখার ওপর জোর দেন।

"খেলাটা দেখার পরও আমি এই দলটিকেই নিতাম। আমি বারবার এটাই করতাম।"

মেসি, নেইমার, মুনির সমৃদ্ধ আক্রমণভাগকে মাঠে নামিয়ে কষ্ট করে জিততে হয় বার্সেলোনাকে। ম্যাচের একমাত্র গোলটি করেন একজন ডিফেন্ডার, জেরার্দ পিকে। তবে দলের খেলায় সন্তুষ্ট এনরিকে।

"আমরা সবসময় ৩-০ বা ৪-০ তে জিততে পারি না, কিন্তু আমার খেলোয়াড়দের ওপর পুরো বিশ্বাস আছে।"