আপোয়েলে 'ভোগান্তি' বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগের সূচনায় জয় নিয়ে মাঠ ছাড়লেও দুর্বল আপোয়েলের বিপক্ষে ভুগতে হয়েছে বার্সেলোনাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 10:35 AM
Updated : 18 Sept 2014, 10:50 AM

ম্যাচ শেষে আপোয়েল-ভোগান্তির বিবরণ দিয়েছেন দলের অধিনায়ক চাভি এরনান্দেস।

বুধবার কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় লুইস এনরিকের অভিষেক-জয়টি আসে জেরার্দ পিকের একমাত্র গোলে। ২৮তম মিনিটে মেসির মাপা ফ্রি-কিকে দারুণ হেডে ক্যাম্প নউয়ের সমর্থকদের মুখে হাসি ফোটান এই ডিফেন্ডার।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে বার্সেলোনার শুভসূচনা তাদের চাওয়া মতো আসেনি। আপোয়েলের বিপক্ষে কঠিন পরীক্ষা দেয়ার কথা জানান চাভি।

"আমরা ভুগেছি। আমরা আমাদের খেলায় স্বাভাবিক ছন্দটা খুঁজে পাইনি। আমাদের জন্য এটা কঠিন ছিল। রক্ষণে তারা খুব ভালো খেলেছে।"

স্পেনের মাঝমাঠের কারিগর ৩৪ বছর বয়সী চাভি বার্সেলোনার ভোগান্তির পেছনে নিজেদের কিছু ভুলও তুলে ধরেন।

"যখন বিষয়গুলো নিজেদের মতো করে হয় না এবং আপনি সুযোগ নষ্ট করতে থাকেন, তখন প্রতিপক্ষের আত্মবিশ্বাস বেড়ে যায়। শেষে আমাদের জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়ে।"

ম্যাচটি যে কঠিন ছিল, সেটা ম্যাচ শেষে স্বীকার করেন বার্সেলোনার আরো দুই খেলোয়াড় বার্ত্রা আর আদ্রিয়ানোও।

বার্ত্র্রা ম্যাচ শেষে বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে কোনো কিছুই সহজে আসে না। মনে হয়েছিল আমাদের প্রতিপক্ষ সহজ হতে পারে, কিন্তু আমরা জানতাম তারা লড়াই করতে যাচ্ছে, বিশেষ করে রক্ষণে।"

আদ্রিয়ানোর কণ্ঠেও বার্ত্রারই সুর, “এটা কঠিন ম্যাচ ছিল। এটাই চ্যাম্পিয়ন্স লিগ।

সবকিছুর পরও শেষটা ভালো হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলেভেস।

"জয় পেয়ে এবং ইতিবাচকভাবে শুরু করতে পেরে আমরা খুব খুশি।"