বড় স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে শেখ রাসেল

ফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে শেখ রাসেল। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এই আসরের মূল পর্বে খেলতে যাচ্ছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 03:26 PM
Updated : 17 Sept 2014, 03:43 PM

বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেখ রাসেল কোচ জাকারিয়া বাবু মূল পর্বে ভালো করার ব্যাপারে আশাবাদী। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ রাসেল অধিনায়ক মিথুন চৌধুরী জানিয়েছেন, ফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছেন তারা।

তিনি বলেন, "বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে মূল পর্বে উঠেছি আমরা। তাই ফাইনাল খেলাটাও আমাদের জন্য অসম্ভব নয়।"

৬ দলের এই টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবে শেখ রাসেল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

মূল পর্বে ‘বি’ গ্রুপে মঙ্গোলিয়ার ক্লাব আরচিম এফসি ও দক্ষিণ কোরিয়ার ক্লাব রিময়ংসু শেখ রাসেলের প্রতিপক্ষ।

২০ সেপ্টেম্বর আরচিম ও ২৪ সেপ্টম্বর রিময়ংসুর বিপক্ষে খেলবে শেখ রাসেল। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনালে উঠবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রেসিডেন্টস কাপের বাছাইপর্বে খেলার সুযোগ পায় শেখ রাসেল। বাছাইপর্বে ৩ ম্যাচের ২টিতে জিতে ও ১টিতে ড্র করে মূল পর্বে ওঠে তারা।