উজবেকিস্তান বাধার সামনে বাংলাদেশ

এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষেও সাফল্য তুলে নেয়ার ব্যাপারে দারুণ প্রত্যয়ী বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 02:40 PM
Updated : 17 Sept 2014, 02:40 PM

বৃহস্পতিবার আনসান ওয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় পর্বে উঠে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে জয় পাওয়ায় এ মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের টেবিলে সবার ওপরে আছে বাংলাদেশ।

ইনচন থেকে বাংলাদেশ দলের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ওমর ফারুক বাবু ছাড়া দলের সবাই 'ফিট' আছেন। চোটের কারণে এশিয়ান গেমস খেলতে না পারা ফরোয়ার্ড আতিকুর রহমান মিশুর বদলে দলে যোগ দেয়া জাহিদ হোসেন অনুশীলন করেছেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মামুনুল ইসলামের গোলে ১-০ ব্যবধানে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। ওই ম্যাচের পরই বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচটি তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের আশাবাদ জানান তিনি।

ইনচনে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্র করে উজবেকিস্তান।

শুরুটা ভালো না হলেও উজবেকিস্তানকে এগিয়ে থাকবে এ ম্যাচে। কেননা সর্বশেষ দেখায় বাংলাদেশকে হারিয়েছিল তারা। ২০১০ সালের এশিয়ান গেমসে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারায় উজবেকিস্তান।

বাংলাদেশের গত আসরের পারফরম্যান্স ছিল একেবারেই যাচ্ছেতাই। গুয়াংজুর ওই আসরে তিন ম্যাচের তিনটিতে হেরে গ্রুপ পর্ব থেকে খালি হাতে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী ২২ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে লোডভিক ডি ক্রুইফের ছাত্ররা।