রাউলের রেকর্ড ভাঙার দৌড়ে মেসি-রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরেই ভেঙে যেতে পারে স্পেনের রাউল গনসালেসের সর্বোচ্চ গোলের রেকর্ড। সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে ছাড়িয়ে এই রেকর্ডের নতুন মালিক হবেন লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 07:22 PM
Updated : 16 Sept 2014, 07:22 PM

৭১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলতাদাদের তালিকার শীর্ষে আছেন রাউল।

দ্বিতীয় স্থানে থাকা পর্তুগিজ তারকা রোনালদোর গোলসংখ্যা ৬৮টি আর এক গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছে মেসি। গত কয়েক মৌসুম ধরে এই দু’জন যেভাবে গোল করে চলেছেন তাতে রাউলের রেকর্ডটা গ্রুপ পর্বেই ভেঙে যেতে পারে।

গত মৌসুমে ১৭ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন রোনালদো। তার দারুণ নৈপুণ্যেই সেবার দশমবারের মতো প্রতিযোগিতার শিরোপা জেতে রিয়াল।

২০১১-১২ মৌসুমে ১৪ গোল করে তখনকার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুয়েছিলেন মেসি।