ফ্রান্সের কোচ হতে আগ্রহী জিদান

খেলোয়াড় হিসেবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান ভবিষ্যতে দেশটির জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 06:38 PM
Updated : 16 Sept 2014, 06:38 PM

গত মৌসুমে রিয়ালের দশম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে কোচ কার্লো আনচেলত্তির সহকারীর ভূমিকায় ছিলেন জিদান। আর এখন যুব দলের মূল কোচ। তাই ভবিষ্যতে তার জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ৪২ বছর বয়সী জিদান।

ফ্রান্সের একটি দৈনিক পত্রিকাকে জিদান বলেন, “আমি উচ্চাকাঙ্খী। এখন আমি একজন কোচ এবং নিজেকে আমি বলি, ‘জাতীয় দলের কোচ কেন নয়?”

১৯৯৮ সালে দেশের মাটিতে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জেতান জিদান। পরে ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে দলকে নেতৃত্বও দেন তিনি।

অবসর ভেঙে ফিরে ২০০৬ সালের বিশ্বকাপও খেলেন জিদান। দলকে ফাইনালে তুলতে দারুণ অবদানও রাখেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে এক গোল করার পর ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাস্সিকে ঢুস মেরে লাল কার্ড দেখেন জিদান। ফ্রান্সও হেরে যায়।