চ্যাম্পিয়ন্স লিগেই স্বরূপে ফিরতে চায় রিয়াল

লা লিগায় শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। তবে কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, বাসেলের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 05:40 PM
Updated : 16 Sept 2014, 02:26 PM

মঙ্গলবার আসরের উদ্বোধনী দিনে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “সঠিক সময়েই ম্যাচটি হবে। ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো আর দলে ভালো জিনিস প্রদর্শনের এটা একটা সুযোগ।”

ভালোভাবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু খুব গুরুত্বপূর্ণ আনচেলত্তির কাছে। প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে শিষ্যদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই চান তিনি।

“সমস্যাটা পরিষ্কার, এটা তেমন জটিল কিছু নয়। ৯০ মিনিটে আমাদের আরো ধারাবাহিকতা দরকার। আমার খুব, খুব ভালো আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি স্কোয়াড রয়েছে। আমার মনে হয়, সব খেলোয়াড় একইভাবে ভাবে।”

গত মাসে স্পেনের সুপার কাপের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে একমাত্র গোলে হার দিয়ে রিয়ালের হতাশার শুরু। ওই মাসেরই শেষ দিকে লা লিগায় দুর্বল রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হারের পর গত শনিবার লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর কাছে আবারো ঘরের মাঠে হারে তারা।