উজবেকিস্তানকে হারাতে চান আত্মবিশ্বাসী মামুনুল

আফগানিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এবার শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 02:09 PM
Updated : 15 Sept 2014, 03:34 PM

দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ফুটবলের উদ্বোধনী দিনে মামুনুলের জয়সূচক গোলেই আফগানিস্তানকে হারায় বাংলাদেশ।  

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, “পরের ম্যাচে উজবেকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।”

১৮ সেপ্টেম্বর উজবেকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মামুনুলরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবেন ২২ সেপ্টেম্বরে।

এশিয়ান গেমসে ভালো কিছুর প্রত্যাশার কারণেই একটু আগেই দক্ষিণ কোরিয়ায় দল পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অধিনায়কও জানান, গ্রুপ পর্বের লড়াই শুরুর আগে কোরিয়া যাওয়ায় সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন তারা।

গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার-ফাইনালে খেলবে। এ কারণে উজবেকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটিও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচে জয় পেলে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ মামুনুলদের জন্য অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

পরের ম্যাচ দুটিকেও তাই খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

ইনচনের মুনহাক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গোলের সুযোগ পেয়েছিলেন জামাল ভূইয়া। তবে আফগানিস্তানের ফাঁকা পোস্টেও বল জড়াতে পারেননি তিনি। তবে ছাত্রদের এশিয়ান গেমসের প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি কোচ লোডভিক ডি ক্রুইফ।

“ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। আশা করি, পরের ম্যাচেও ছেলেরা জয় তুলে আনতে পারবে।”