রানবিরের মুম্বাইয়ে ফ্রান্সের আনেলকা

ক্যারিয়ারের স্বর্ণযুগ পেছনে ফেলে আসা ইউরোপের অনেক তারকাই ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) আসতে শুরু করেছে। এবার সে তালিকায় যোগ হলেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার নিকোলাস আনেলকা। বলিউড অভিনেতা রানবির কাপুরের দল মুম্বাই সিটি এফসির হয়ে খেলবেন তিনি।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 01:53 PM
Updated : 15 Sept 2014, 02:15 PM

মুম্বাইয়ের দলটিতে যোগ দিতে পেরে খুশি আর্সেনাল ও রিয়াল মাদ্রিদে খেলা আনেলকা।

আনেলকা টুইট করেন, "মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পেরে আমি খুশি। ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্যে আমি মুখিয়ে আছি।"

চেলসি ও ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন আনেলকা। সবশেষ গতবছর তিনি যোগ দেন ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে। কিন্তু বাজে আচরণের অপরাধে গত মার্চে তাকে বহিষ্কার করে ইংল্যান্ডের ক্লাবটি।

ইংলিশ ফুটবল ও স্পেনের ফুটবলে খেলা আনেলকাকে দলে নিতে পেরে ভীষণ খুশি দলের মালিক রানবির।

"তার সক্ষমতা ও অভিজ্ঞতার কথা সবাই জানে এবং আমি নিশ্চিত, তার উপস্থিতি আমাদের আক্রমণভাগে শক্তি বাড়াবে। মুম্বাই সিটি এফসি দলে আমরা তাকে স্বাগত জানাই।"

এর আগে আইএসএল-এ আরো যোগ দিয়েছেন ইতালির হয়ে বিশ্বকাপ জেতা আলেসান্দ্রো দেল পিয়েরো ও মার্কো মাতেরাস্সি।

এ ছাড়াও ফ্রান্স ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার দাভিদ ত্রেজেগে আর তার স্বদেশি রবের্ত পিরেস, স্পেনের হুয়ান কাপদেভিয়া ও লুইস গার্সিয়া এবং নিউক্যাসল ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মাইকেল চোপরাও আইএসএলে খেলা নিশ্চিত করেন।

আট দলের এই লিগ ১২ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা।