নড়-বড়ে রিয়ালের সামনে দুর্বল বাসেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারছে না রিয়াল মাদ্রিদ। সুইজারল্যান্ডের বাসেলের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষ নয়, নিজেদের দুরাবস্থা নিয়েই ভাবতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তির দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 11:22 AM
Updated : 15 Sept 2014, 12:15 PM

আসরের উদ্বোধনী দিনে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েই খেলবে রিয়াল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

শক্তির বিচারে ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলদের সামনে বাসেল নেহাতই ছোট একটা দল। কিন্তু গত এক মাসে রিয়াল যেভাবে হারের গণ্ডিতে বন্দি হয়ে পড়েছে, তাতে পুঁচকে বাসেলও কঠিন পরীক্ষায় ফেলতে পারে তারকাখচিত দলটিকে।

গত মাসে স্পেনের সুপার কাপের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে একমাত্র গোলে হার দিয়ে রিয়ালের হতাশার শুরু। পরে ওই মাসেরই শেষ দিকে লা লিগায় দুর্বল রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-২ গোলে হারের পর গত শনিবার লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর কাছে আবারো ঘরের মাঠে হারে তারা।

দলের এমন বিপর্যয়ে সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, আগে থেকেই তারকাসমৃদ্ধ দলে নতুন দুই মিডফিল্ডার হামেস রদ্রিগেস ও টনি ক্রুসকে কি তাহলে এখনও এক সুতোয় বাঁধতে পারেননি আনচেলত্তি?

বের্নাবেউয়ের বাতাসে দীর্ঘশ্বাসের সঙ্গে একটা কথাও ভেসে বেড়াচ্ছে- আনহেল দি মারিয়া আর চাবি আলোনসোকে ছেড়ে তাহলে ভুলই করেছে ক্লাব।

বর্তমানে দলের বাজে অবস্থায় হতাশ আনচেলত্তিও কিছুটা চিন্তিত হলেও কিন্তু ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস হারাননি।

"(ইউরোপ সেরার প্রতিযোগিতায়) আমার অনেক অভিজ্ঞতা আছে। ফুটবলে কিছু সময় আসে যখন সবকিছু ঠিকভাবে হয় না। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণ মঙ্গলবার আমাদের আরেকটা ম্যাচ আছে।"

খেলোয়াড় হিসেবে এসি মিলানের হয়ে দুবার ইউরোপ সেরার শিরোপা জেতার পর জুভেন্টাসের কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ইতালির সাবেক এই খেলোয়াড়। আর গতবার রিয়ালকে এনে দেন দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।    

আনচেলত্তির অভিজ্ঞতার আলোকে রিয়াল এবারও যদি ইউরোপ সেরা হতে পারে তাহলে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার রেকর্ড গড়বে তারা।

'বি' গ্রুপের অন্য ম্যাচে বুলগেরিয়ার লিগ চ্যাম্পিয়ন লুদোগোরেতসকে আতিথ্য দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপ লিভারপুল।

এই ম্যাচ দিয়ে পাঁচ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে ফিরছে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল।