এবার শিরোপা চাই সালমার

এশিয়ান গেমস ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই রূপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ কোরিয়ার ইনচনের এবারের আসরে যাওয়ার আগে অধিনায়ক সালমা খাতুনের লক্ষ্য শিরোপা জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 10:49 AM
Updated : 15 Sept 2014, 12:52 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সালমা বলেন, “গতবারও আমাদের লক্ষ্য ছিল স্বর্ণ জেতার। সেবার পারিনি, তবে এবার আমাদের প্রস্তুতি ভালো। স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছি।”

সেমি-ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের। প্রতিপক্ষের প্রতি সমীহের কমতি না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী সালমা।

“টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের হারিয়েছি আমরা। আশা করি এশিয়ান গেমসেও তাদের হারাতে পারব।”

বাংলাদেশের মূল শক্তি বোলিং। তবে এবার ব্যাটিংয়েও ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক।

“আমরা ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। মেয়েরা গত চার বছরে অনেকটা উন্নতি করেছে। আশা করি, দক্ষিণ কোরিয়ায় আমাদের ব্যাটিং ভালো হবে।”