আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস শুরু করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 05:56 PM
Updated : 14 Sept 2014, 05:56 PM

সোমবার ইনচনের মুনহাক স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা দুইটায়।

এশিয়ান গেমসে এবারই প্রথম ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।

তবে দুই দলের শেষ দেখায় হেসেছিল বাংলাদেশ। ২০১০ সালের এসএ গেমসে ঢাকার মাঠে আফগানিস্তানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ।

চার বছর আগের সেই জয় এশিয়ান গেমসের লড়াইয়ে মামুনুলদের জন্য অনুপ্রেরণা। কোচ লোডভিক ডি ক্রুইফও আশাবাদী এসএ গেমসের সাফল্য ধরে রাখতে পারবে তার শিষ্যরা। বাফুফের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে এই আশাবাদ জানিয়েছেন কোচ।

“প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে বাংলাদেশ। দয়া করে সবাই ছেলেদের জন্য প্রার্থনা করুন।”

কদিন আগেই চোটের কারণে স্ট্রাইকার আতিকুর রহমান মিশুকে হারিয়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে এসে গোড়াঁলির চোট ছিটকে দিয়েছে মিডফিল্ডার ওমর ফারুক বাবুকে।

চোটের কারণে শক্তি কিছুটা কমলেও শিষ্যদের ওপর আস্থা হারাচ্ছেন না ক্রুইফ।

প্রতিপক্ষ আফগানিস্তান সাফের চ্যাম্পিয়ন। তাদেরকে কোনোভাবেই হাল্কাভাবে নিচ্ছেন না কোচ। তবে সবাই সেরাটা ঢেলে দিলে জয় সম্ভব বলেই মনে হচ্ছে তার।

“জয়ের জন্য ছেলেরা সবাই নিজেদের সেরাটা খেলার প্রতিশ্রুতি দিয়েছে। সাফের চ্যাম্পিয়ন হিসেবে আফগানিস্তানের প্রতিও ছেলেদের শ্রদ্ধা আছে।”

এশিয়ান গেমস ফুটবলে অবশ্য বাংলাদেশের বলার মতো কোনো প্রাপ্তি নেই। এ পর্যন্ত খেলা ১৭ ম্যাচে তাদের জয় মাত্র দুটি।

টেন স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ।