নেপালের পুলে সোনিয়া-আরিফুলদের ঝড়

নেপালের সুইমিংপুলে ঝড় তুলেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাঁতারুরা। প্রথম দিনে ২১ ইভেন্টের ১৩টির সোনা জিতেছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 03:31 PM
Updated : 14 Sept 2014, 03:31 PM

১৫তম লা ইন্টার স্কুল সার্ক ইনভাইটেশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে শনিবার সুইমিংপুলে দাপট দেখান আরিফুল-সোনিয়ারা।

সোনিয়া খাতুন ৪টি সোনা জিতেছেন। ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই এবং ৫০ মিটার (আইএম) রিলের সোনা জিতেছেন তিনি।

২ মিনিট ৫৩.০৪ সেকেন্ড টাইমিং করে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলের সেরা হন সোনিয়া। ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৩২.৯৮ সেকেন্ড ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৪০.২০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি।

সোনিয়া ও ড থৈ প্রু মার্মা বিকেএসপিকে ৫০ মিটার রিলের সোনা এনে দিতে দারুণ ভূমিকা রাখেন। ২ মিনিট ২৭.৫৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের সোনা জেতে বাংলাদেশের সাঁতারুরা।

আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সুরাইয়া আক্তারও ঝড় তুলেছেন নেপালের পুলে।

আরিফুল ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে (২ মিনিট ২৭.৫৬ সেকেন্ড) ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক (৩০.৯৯ সেকেন্ড) দুটি ইভেন্টের সোনা জিতেছেন।

১৩-১৪ বছর বয়স বিভাগে (ছেলে) জাহিদুল ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাইয়ের সোনা জিতেছেন।

১৩-১৪ বছর বিভাগে (মেয়ে) ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক (৩৯.৯১ সেকেন্ড) ও বাটারফ্লাইয়ের (৩৬.৪৭ সেকেন্ড) সোনা পেয়েছেন সুরাইয়া।

ছেলেদের ১১-১২ বছর বিভাগে জোসেল মিয়া ৫০ মিটার বাটারফ্লাই থেকে সোনা এনে দিয়েছেন বিকেএসপিকে।

১৫ বছর বিভাগে টিটু মিয়া ২৬.৫০ সেকেন্ড সময় নিয়ে ৫০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জিতেছেন।

৫০ মিটার মিডলে রিলের দলগত ইভেন্টে ছেলে-মেয়ে উভয় বিভাগের সোনা জিতেছে বাংলাদেশের প্রতিনিধি হয়ে নেপালের আসরে অংশ নেয়া বিকেএসপি।

বাংলাদেশের চেয়ে পদক তালিকায় পিছিয়ে ভারতের সাঁতারুরা; ৮টি ইভেন্টের সোনা পেয়েছে তারা।