আত্মসমালোচনায় লিভারপুল কোচ

নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারের কারণ হিসেবে বাজে মানের খেলাকেই দায়ী করেছেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 01:14 PM
Updated : 14 Sept 2014, 01:14 PM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে একমাত্র গোলে হারে 'অল রেড' নামে পরিচিত দলটি। লিগে চার ম্যাচে খেলে লিভারপুলের এটা দ্বিতীয় হার। গত মাসে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিভারপুলের স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। তবে খেলেন এই মৌসুমেই লিভারপুলে নাম লেখানো ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

অ্যানফিল্ডে এদিন জটলার মধ্যে থেকে আলতো টোকায় করা গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহোরের গোলটি নিজেদের ভুলেই হয় বলে মনে করেন রজার্স।

রজার্স আরো বলেন, "(পিছিয়ে পড়ার পর) আমরা ছন্দ পেয়েছিলাম, কিন্তু গোলমুখ খুলতে ব্যর্থ হই। সাধারণত যেসব সুযোগ আমরা তৈরি করে থাকি এদিন তার কিছুই করতে পারিনি।"