ড্রয়ের পর রেফারিকে দুষলেন দুই কোচ

আর্সেনালের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েও জিততে না পারায় বেজায় হতাশ ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। ম্যাচ রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গের কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইতালির এই কোচ। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গারও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 01:06 PM
Updated : 14 Sept 2014, 01:06 PM

পেল্লেগ্রিনির মতে, ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এমিরেটস স্টেডিয়ামে শনিবারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

পেল্লেগ্রিনি জানান, আর্সেনালের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার ও ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের করা দুটি গোলের একটিও দেয়া ঠিক হয়নি। দুটি গোলের আগেই আর্সেনালের খেলোয়াড়রা ফাউল করেছিল বলে জানান পেল্লেগ্রিনি।

ইংল্যান্ডের এই রেফারি তাদের একটি পেনাল্টি বঞ্চিত করে বলেও দাবি পেল্লেগ্রিনির। ম্যাচের এক পর্যায়ে ডি বক্সের মধ্যে উইলশেয়ার হাত দিয়ে বল ঠেকিয়েছিলেন।

"ক্ল্যাটেনবার্গের দিনটা খুব খারাপ গেছে। গত বছর একইভাবে তার একটা খারাপ দিন লিভারপুলের বিপক্ষে গিয়েছিল।"

রেফারির সমালোচনা করার আগে প্রতিপক্ষের খেলার কৌশলের এক প্রস্ত প্রশংসাও করে নেন আর্সেনালের কোচ ভেঙ্গার।

"আজ আমাদের খেলায় দারুণ গতি ছিল, কিন্তু তারা আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে রুখে দেয়। রেফারির জন্যও ম্যাচটা সহজ ছিল না।"