রিয়ালের হারের দায় নিলেন কাসিয়াস

স্পেনের লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়ার কিছু দায় নিজের কাঁধে নিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকের কাসিয়াস। তার একটি ভুলেই ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতা ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 11:54 AM
Updated : 15 Sept 2014, 08:54 AM

গত শুক্রবার রিয়াল মাদ্রিদে ১৫ বছর পূর্ণ হলো কাসিয়াসের। পরের দিন শনিবার তার দল নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে গেল।

দশম মিনিটে কর্নার থেকে হেড করে গোল পান আতলেতিকোর তিয়াগো। রিয়াল সমর্থকদের বিশ্বাস, আরেকটু জোড়ালো চেষ্টা করলেই কাসিয়াস হেডটি ঠেকাতে পারতেন।

গ্যালারির একপ্রান্ত থেকে কাসিয়াসকে 'দুয়ো' দেয় সমর্থকরা। কেউ কেউ নেতিবাচক হাততালি দেন। আর সমর্থকদের আরেক অংশ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের পদত্যাগ দাবি করেন।

ম্যাচ শেষে আতলেতিকোর কাছে হারের দায়ের কিছুটা নিজে নেন ব্রাজিল বিশ্বকাপেও বাজে সময় কাটানো ৩৩ বছর বয়সী কাসিয়াস।

"আমি নিজেকে দায়ী মনে করি এবং কিছু দায় নিতেই হবে।"
সমর্থকদের 'দুয়ো' দেয়া নিয়ে কাসিয়াসের মন্তব্যটা খানিক দার্শনিক ধরনের।

"শেষ কথা সমর্থকরাই বলে এবং তাদের যদি মনে হয় যে আপনাকে দুয়ো দেয়া উচিৎ, তাহলে আপনার সেটা মেনে নিতে হবে। তাদের মতামতকে সমীহ করতে হবে।"