কস্তা 'স্পেশাল', বললেন 'স্পেশাল ওয়ান'

প্রশংসা করায় কৃপণতা আছে জোসে মরিনিয়োর। তবে নিজেকে 'স্পেশাল ওয়ান' হিসেবে অ্যাখ্যা দেয়া চেলসির এই কোচ দিয়েগো কস্তার প্রশংসা করেছেন প্রাণ খুলে। ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের স্ট্রাইকারকে 'স্পেশাল' বললেন পর্তুগালের এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 11:21 AM
Updated : 14 Sept 2014, 11:21 AM

প্রশংসা পাওয়ার মতো কাজই করে চলেছেন কস্তা। শনিবার নিজেদের মাঠে দারুণ এক হ্যাটট্রিক করে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসিকে ৪-২ গোলে জেতান তিনি।

ম্যাচ শেষে কস্তাকে প্রশংসায় ভাসান মরিনিয়ো।

"ফুটবলে এই মুহূর্তে সে সেরা স্ট্রাইকারদের একজন। সে বিশেষ একজন খেলোয়াড়।"

স্পেনের ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে এ মৌসুমেই ৩ কোটি ২০ লাখ পাউন্ডে চেলসিতে নাম লেখানো কস্তা আসলেই বিশেষ কিছু করে যাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে এরই মধ্যে ৭ গোল করে ফেলেন তিনি।

সোয়ানসির বিপক্ষে কস্তার গোল তিনটিতে মিশে ছিল একজন জাত স্ট্রাইকারের ছোঁয়া।

৪৫তম মিনিটে দলকে সমতায় ফেরানো গোলটি তিনি করেন বক্সের মধ্য থেকে হেডে। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ফাব্রেগাসের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে দ্বিতীয় গোলটি সহজেই করেন কস্তা। ১১ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ম্যাচের শেষ দিকে কস্তাকে মাঠ থেকে তুলে নেন মরিনিয়ো। গ্যালারিতে চেলসির সমর্থকরা তখন উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানায়। আনন্দে তারা স্লোগান তোলে, 'সে চাইলেই গোল করতে পারে'।

ম্যাচ শেষে সমর্থকদের এই উন্মাদনা নিয়ে কথা বলেন মরিনিয়ো। তার কাছে কস্তার এই গোলের ফোয়ারা আসলে অস্বাভাবিক।

"দল ভালো খেললে তাকে গোল করতে হবে। কিন্তু ৪ ম্যাচে ৭ গোল মনে হয় একটু বেশিই। .... এটা স্বাভাবিক নয়।"