নাটকীয় জয়ের পরও ঘানা কোচের বিদায়

আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে টোগোর বিপক্ষে নাটকীয় জয়ের ৪৮ ঘণ্টা পরই বিদায় নিতে হলো ঘানার কোচ কোয়েসি আপিয়াহকে। ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রস্তাবে কোচের পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন দেশটির সাবেক এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 12:03 PM
Updated : 13 Sept 2014, 12:03 PM

আপিয়াহর সড়ে দাঁড়ানোর খবরটি শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জানায় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বুধবার ঘানা ৩-২ গোলে টোগোকে হারায়। বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্বল শক্তির উগান্ডার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।

ঘানার গণমাধ্যমের খবর, দেশটির সাবেক কোচ সার্বিয়ার মিলোভান রায়েভাচকেই আপিয়াহর বিকল্প হিসেবে নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

২০১২ সালে ঘানার দায়িত্ব নেয়ার পর ২০১৩ সালে ঘানাকে নেশন্স কাপে চতুর্থ করেন আপিয়াহ। আপিয়াহর অধীনে দুই বছরের কিছু বেশি সময়ে ঘানা ৩৫টি ম্যাচ খেলে। এর মধ্যে ১৬টিতেই জয় পায় তারা। ৯টি ম্যাচ ড্র করে আর হারে ১০টি।

ঘানাকে বিশ্বকাপের মূল পর্বেও তোলেন আপিয়াহ। তবে একটিও ম্যাচ না জিতে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ঘানাকে। জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিল বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছিল ঘানা।