বরখাস্ত পর্তুগালের কোচ বেন্তো

চাকরি হারালেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো। হতাশাজনক বিশ্বকাপের পর ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শুরুটাও ভালো হয়নি পর্তুগালের। তাই বৃহস্পতিবার বরখাস্ত হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2014, 07:20 PM
Updated : 12 Sept 2014, 10:59 AM

পর্তুগালের ফুটবল ফেডারেশন বেন্তোর বিদায় নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, দুই পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত রোববার ঘরের মাঠে আলবেনিয়ার কাছে ১-০ গোলে হার দিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করে পর্তুগাল।

আলবেনিয়ার কাছে হারে কোনো অজুহাত দিতে চান না বেন্তো। প্রতিপক্ষকে শ্রেয়তর হিসেবেই মেনে নিয়েছেন তিনি।

“এই ফলে আমরা সবাই হতাশ। আমরা আরো ভালো করতে পারতাম। তবে আমার নিজেদের ততটা খারাপ মনে হয়নি।”

স্পোর্তিংকে টানা চারবার চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে নেয়ার পর ২০১০ সালে কার্লোস কুইরোসের জায়গায় পর্তুগালের কোচ হন বেন্তো।

তার অধীনে ২০১২ সালে প্লে-অফ উতরে ইউরো চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে খেলে পর্তুগাল। সেখানে সেমি-ফাইনালে সেই আসরের চ্যাম্পিয়ন স্পেনের কাছে টাইব্রেকারে হারে তারা।

ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও প্লে-অফে খেলে আসতে হয় পর্তুগালকে। তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো দলে থাকলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।

জার্মানির কাছে ৪-০ গোলের হার দিয়ে প্রতিযোগিতা শুরু করে পর্তুগাল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘানাকে ২-১ গোলে হারায় তারা।

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে পর্তুগালের ১৪ অক্টোবরের ম্যাচের প্রতিপক্ষ ডেনমার্ক।