জাতীয় দলে ফিরবেন না রিবেরি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরি জানিয়েছেন, অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কোনো ইচ্ছা তার নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2014, 02:12 PM
Updated : 11 Sept 2014, 02:12 PM

পরিবার ও ক্লাব বায়ার্ন মিউনিখকে আরো সময় দিতে গত মাসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩১ বছর বয়সী রিবেরি।

মূলত ওই কারণেই সম্প্রতি রিবেরির তীব্র সমালোচনা করেন মিশেল প্লাতিনি। একজন খেলোয়াড় দেশের হয়ে খেলবে কি না, সিদ্ধান্তটা নেয়ার অধিকার শুধু ওই দেশের জাতীয় দলের কোচের আছে বলে মনে করেন প্লাতিনি।

তাছাড়া ২০১৬ সালে ফ্রান্সে বসবে ইউরোর আগামী আসর। দেশের মাটিতে ওই প্রতিযোগিতায় রিবেরির না খেলার সিদ্ধান্তটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্লাতিনি। বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়কে শাস্তি দেয়ার জন্যে দাবিও জানান তিনি।
তবে কোনো সমালোচনাতেই কান দিচ্ছেন না চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলতে না পারা ফরোয়ার্ড রিবেরি।
জার্মানির একটি দৈনিক পত্রিকাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করার কথা জানিয়ে রিবেরি বলেন, “ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের সঙ্গে আমি আলোচনা করেছি এবং আমরা একটা সমঝোতায় পৌঁছেছি।”