বার্সেলোনায় ‘আবার শুরু হবে সবকিছু’

গত মৌসুমে একটিও শিরোপা না জেতার দু:খ ভুলে ফের সাফল্যের চূড়ায় ওঠার স্বপ্নের প্রচারে নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বার্সেলোনা। স্পেনের ক্লাবটির বিশ্বাস, অসম্ভব বলে কিছু নেই; আবার সবকিছু শুরু হবে।

স্পোর্টস ডেস্ক বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2014, 07:16 AM
Updated : 11 Sept 2014, 07:16 AM

'আবার শুরু হবে সবকিছু’ শীর্ষক প্রায় এক মিনিটের এই প্রোমো ভিডিওর শুরুতেই লিওনেল মেসিকে ক্যাম্প নউয়ের সিড়ি বেয়ে উঠতে দেখা যায়। এরপর আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতস দর্শকশূন্য মাঠে ঢোকেন।

ওই সময় শোনা যায়, “তাদের জন্যে অসম্ভব স্বপ্ন বলে কিছু নেই, যারা (তাদের স্বপ্নের জন্যে) লড়তে ভয় পায় না।”
তারপর রাফিনিয়াকে গ্যালারির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ‘একটি ক্লাবের চেয়েও বেশি’। আর নেইমারকে ভিডিওতে দেখার সময় শোনা যায় “বড় স্বপ্ন আপনাকে আরো বেশি সফল করে তোলে।”
পরে লুইস সুয়ারেসকে ধীরে ধীরে বসা থেকে উঠতে দেখা যায়। শুরু হয় বার্সেলোনার কয়েকটি দারুণ গোল ও গোলের পর উল্লাসের অংশবিশেষ দেখানো।
সবশেষে পর্দায় দেখা যায় নতুন কোচ লুইস এনরিকেকে, পাশে লেখা উঠে ‘সবকিছু আবার শুরু হবে’।